১। প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া। এটা জরুরী। (সূরা নূর, আয়াত নং ২৭; সহীহুল বুখারী, হাদীস নং ৬২৪১)
২। প্রবেশের সময় বিসমিল্লাহ বলা। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৮৭; সহীহ মুসলিম, হাদীস নং ৫৩৮১)
৩। অতঃপর এই দুআ পড়া-
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
(সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫০৯৮)
৪। ডান পা দিয়ে প্রবেশ করা। (সহীহুল বুখারী, হাদীস নং ১৬৮; মুসনাদে আহমাদ, হাদীস নং ২৫৫৪৫)
৫। প্রবেশের পর ঘরবাসিকে সালাম দেওয়া। (সূরা নূর, আয়াত নং ২৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫০৯৮)
৬। ঘরে কোন মানুষ না থাকলে এভাবে সালাম দেওয়া-
السَّلامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
(শুআবুল ঈমান, হাদীস নং ৮৮৪৩)

Loading