১। بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ পড়ে তায়াম্মুম শুরু করা। (সুনানে নাসায়ী, হাদীস নং ৭৮; সুনানে বাইহাক্বী, হাদীস নং ১৯৪)
২। হাতের আঙ্গুল সমূহ ফাঁক করে উভয় হাতের তালু মাটিতে রাখা । (সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩১৮; রদ্দুল মুহতার ১/৩৯৩; আল-বাহরুর রায়েক ১/৪০৮)
৩।এরপর উভয় হাত মাটিতে সামনে-পেছনে ঘর্ষন করা। (সুনানে নাসায়ী, হাদীস নং ৩২০; সুনানে দারাকুতনী, হাদীস নং ১৪)
৪। অতঃপর উভয় হাত ঝেড়ে নেওয়া যাতে আলগা ধুলাবালি ঝরে যায়। (সহীহুল বুখারী, হাদীস নং ৩৪৭; সহীহ মুসলিম, হাদীস নং ৮৪৫)
৫। তারতীব বা ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে সমস্ত মুখ মাসেহ করা অতঃপর হাত মাসেহ করা। (সহীহুল বুখারী, হাদীস নং ৩৩৮; সহীহ মুসলিম, হাদীস নং ৮৪৬)
৬। হাত মাসেহ করার সময় আগে ডান হাত মাসেহ করা। অতঃপর বাম হাত। (সহীহুল বুখারী, হাদীস নং ১৬৮; মুসনাদে আহমাদ, হাদীস নং ২৫৫৪৫)
৭। মুখ মাসেহ করার পরেই বিলম্ব না করে হাত মাসেহ করা। (সহীহুল বুখারী, হাদীস নং ৩৪৭; সুনানে দারাকুতনী, হাদীস নং ১৪)
৮। দাড়ি খিলাল করা। (সুনানে দারাকুতনী, হাদীস নং ১৪; রদ্দুল মুহতার ১/৩৯৫)

Loading