১। ঘরে মানুষ থাকলে তাদেরকে সালাম দিয়ে বের হওয়া। (সহীহুল বুখারী, হাদীস নং ৯৪; সুনানে তিরমিজী, হাদীস নং ২৭২৩)
২। বের হওয়ার সময় নিম্নোক্ত দুআ পড়া-
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
(সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ১০৪; সুনানে তিরমিজী, হাদীস নং ৩৪২৬)
৩। বাম পা দিয়ে বের হওয়া। (সহীহুল বুখারী, হাদীস নং ১৬৮; মুসনাদে আহমাদ, হাদীস নং ৫৫৪৫)
৪। বের হওয়ার পর আকাশের দিকে মাথা উঠিয়ে নিম্নোক্ত দুআ পড়া-
اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ اُضَلَّ أَوْ أَزِلَّ أَوْ اُزَلَّ أَوْ أَظْلِمَ أَوْ اُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَىَّ
(সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫০৯৬; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীস নং ৭২৬)

Loading