আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ।এক ব্যাক্তি চরম রাগের মাথায় প্রায় হিতাহিত জ্ঞান হারা হয়ে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছে, এমতাবস্থায় কি তালাক পতিত হয়েছে বলে গণ্য হবে? সবিস্তারে জানালে খুশি হবো। Sorry, this entry is only available in Bengali.
আসসালামু আলাইকুম।আমি ইতিপূর্বে আপনার কাছে প্রশ্ন করেছিলাম আমার ইসলামী ব্যাংকে অনেক আগের ১টি সেভিং একাউন্ট আছে দীর্ঘদিন পর একাউন্ট যাচাই করে দেখলাম তাতে জমানো টাকার সাথে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আপনি বলেছিলেন এই একাউন্ট রাখা জায়েজ হবে না। আমি কারেন্ট একাউন্ট করার অনেক চেষ্টা করেছি ইসলামী ব্যাংক ট্রেড লাইসেন্স ছাড়া করে দিচ্ছেনা। এতে আপনার কাছ থেকে কিভাবে সহায়তা পেতে পারি? আর যে সেভিংস একাউন্টটি আছে তাতে যদি আমি হিসাব করে টাকা রাখি আবার হিসাব করে উঠাই এবং মাঝে মাঝে ব্যালেন্স চেক করে বাড়তি যে টাকা হয়েছে তা উঠানো টাকা থেকে সদকা করে দেই তাহলে হবে কি? হাতের কাজ করে সৎ উপার্জনের মাধ্যমে টাকা আয় করি তার মধ্যে যদি খুতখুতি থাকে তাহলে সেই টাকা দিয়ে কিছু কিনতে মনে চায়না।প্রশ্নঃ-২। আমি যদি আমার স্ত্রীকে বলি তোমাকে আমার প্রয়োজন নেই। তুমি তোমার মত থাক আমি আমার মত থাকি। তুমি তোমার বাড়িতে চলে যাও তাহলে কি হবে? বিবাহ দোহরানোর নিয়ম কি? বিস্তারিত বলতে চির কৃতজ্ঞ থাকব। Sorry, this entry is only available in Bengali.
আস্সালামু আলাইকুম। মুহতারিম, আমার স্ত্রীর বড় ভাইয়ের সাথে একবার আমার বাবার কোনো এক ব্যাপারে কথা কাটাকাটি হয় এবং আমার বাবাকে উচ্চস্বরে কথা বলে অপমান করে। এরপর থেকে আমরা তার উপর বড় অসন্তুস্ট হই। আর এজন্যই আমি আমার স্ত্রীকে বলি যে, যে আমার বাবাকে উচ্চস্বরে কথা বলে অপমান করতে পারে তার সাথে আর কখনোও কথা বলবে না, সে ফোন করলে তার ফোনও ধরবে না। যদি তার ফোন ধরো আর তার সাথে কথা বলো তবে তুমি কিভাবে আমার বউ থাকবে বলো? এখন এটাকে উল্টাও দেখি কি হয়? এরপর যখন আমরা স্ত্রীর ভাইয়ের বাসায় যাবার জন্য বাহিরে বের হলাম তখন তার ভাই ফোন করে তখন আমার স্ত্রী আমার কাছে বলে যে,ভাইয়া ফোন করছে- এ কথা বলেই ফোন ধরে কথা বলে। এক্ষেেত্রে আমি জানতে চাচ্ছি যে, এমতাবস্থায় উপরোল্লিখিত নিষেধাজ্ঞা স্ত্রী কর্তৃক ভঙ্গ হওয়ায় স্ত্রী কি তালাক হয়ে গেছে – জানিয়ে আমাকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন। যাযাকাল্লাহ্ বি খয়ির। Sorry, this entry is only available in Bengali.
হুজুর আমি তখন সবে যৌবনে পা দিয়েছি। ক্লাস সিক্স-সেভেনে পড়ি। এমন সময় আমি এক দিন আমার নানি বাড়িতে বেড়াতে যাই। সেখানে আমার আপন নানির বোনের মেয়ের সাথে আমাকে শোয়ার ব্যবস্থা করে। যেহেতু সে আমার রিস্তায় খালা হয় তাই অভিভাবকেরা মনে করে ছিলেন কোন সমস্যা হবে না। কিন্তু রাতে আমি নিজেকে নিয়ন্ত্রন করতে না পেরে তার শরীরে হাত দেই। সে তেমন কোন প্রতিক্রয়া না দেখানোতে আস্তে আস্তে তার বুকের ভিতরে হাত দেই এভাবে তার শরীরের বিভিন্ন স্থানে চুম্বন করি । সে আমাকে কিছুই বলেনি। শুধু সঙ্গম করতে গেলে সে নড়ে চড়ে উঠে সরে যেত। ফলে আর সঙ্গম করা হয়নি। এর কয়েক বছর পর তার বিয়ে হয়ে যায়। এখন তার মেয়ের বড় হয়েছে এবং বিয়ের উপযুক্ত হয়েছে। আমার সাথে পারিবারিক ভাবে বিয়ে দিতে চায়। কিন্তু তাকে বিয়ে করা কি আমার জন্য যায়েজ হবে? Sorry, this entry is only available in Bengali.
আমার এক বন্ধুর স্ত্রী প্রেগন্যান্ট হবার পর তার ভাইয়ের সাথে বাড়ি যায়, কারণ তার স্বামী তাকে কয়টাদিন পরে যেতে বলেছিল কিন্তু সে তাতে রাজি ছিলনা। যাই হোক স্ত্রী যাবার কিছুদিন পর সে (স্বামী) ফোনে তাকে বলেছে যে, তুমি যদি আমার ও তোমার মধ্যে যে কথা হয়েছে তা যদি কাউকে বলো তবে বিয়ে বাদ আর বাচ্চা হবার পরও তুমি যদি উপহার নাও তবেও বিয়ে বাদ বা বাদ হয়ে যাবে, ঠিক আছে? সে বলে-আচ্ছা। এরপর ফোন ছাড়ার পর মনে হলো যে ঐ কথা বলা তার ঠিক হয়নি। এক আলেমের কাছে জানতে পারে যে এতে নাকি এক তালাক হয়েছে আর সাথে বলে দিয়েছে যে এসব নিয়ে আর আলোচনা না করতে, এতে নাকি তালাকের পক্ষে সাক্ষী হয়ে যেতে পারে। কিন্তু আমার বন্ধু আলেমের কথা মতো উল্লেখিত ব্যাপারে চুপ থাকতে পারেনি। স্ত্রীর পূর্বের খারাপ আচরণের কথা মনে করে তার বাবা-মা, ভাই-বোন ও তার অন্যান্য আত্মীয়দের সাথে তালাকের কথা বলেছে যে, ওকে আসলে রাখা ঠিক না, ওকে বাদ দিয়ে দেয়া উচিত, ও বাদ। এক সময় নাকি তার বাবার সাথে বলেই ফেলেছে যে, বাবা ওর তো তালাক হয়ে গেছে ওকে কিভাবে আনি ইত্যাদি ইত্যাদি। এমতাবস্থায় প্রশ্ন হলো- শর্ত যুক্ত করে তালাক দিলে কি তালাক হয়ে যায়, আর স্ত্রীর অনুপসস্থিতিতে তালাকের কথা নিয়ে আলোচনা করলে বা তালাকের কথা ভুলে উচ্চারিত হলে তাতে কি তালাকের পক্ষে সাক্ষী হয়ে যায় বা তালাক হয়ে যায়- তা ইসলামী শরীয়া আইন অনুযায়ী জানিয়ে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন। Sorry, this entry is only available in Bengali.