Q : আসসালামু আলাইকুম কদিন আগে আমি হুরমত সম্পর্কে একটা প্রশ্ন করসিলাম সেখানে কয়েক বছর আগের একটা ঘটানা লিখেছিলাম। আমি তখন বালেগপ্রাপ্ত আর আমি মাটিতে ঘুমানোর কারণে আমার আব্বু আমাকে তুলে বিছানায় রাখে। হুরমত সম্পর্কে জানার পর থেকে আমার সন্দেহ হয় যে ওইদিন কোনো কামভাব আমার মাঝে ছিলো কী না। আমি বিছানার পাশেই মাটিতে ছিলাম। আম্মু বালিশ ঠিক করে দেয় আর আব্বু আমাকে তুলে দেয় খুব কমসময় ছিলো এটা। এইমসয় আব্বুর কাছাকাছি আছি বিষয়টা কেমন আনইজি লাগছিলো। আর তখন বিষয়টা ইগনোর করার জন্য আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আব্বু ই তো প্রবলেম কী। এসব ভাবার সময় বিন্দুমাত্র কামভাব ছিলো না বলেই আমার বিশ্বাস। কামভাব নিশ্চয়ই এমন না যে এক সেকেন্ডে এসেই আবার গায়েব হয়ে যাবে আর আমি একদম স্বাভাবিক হয়ে যাবো। এটা নিশ্চয়ই কম সে কম কয়েক সেকেন্ড স্থায়ী হয়? আমি শিওর না হুরমত সম্পর্কে জানার পর থেকে আমার জাস্ট সন্দেহ হয় যে আমি কোনো কামভাব ফিল করছিলাম কী না। এখন আমার প্রশ্ন হচ্ছে ১। এই সন্দেহের কারণে কী হুরমত সাব্যস্ত হবে? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ২। মেয়েদের ক্ষেত্রে ঠিক কী কীরকম কামভাব আসতে হবে? আমি এর আগেও একটা প্রশ্ন করেছি ওটার উত্তর না দিলেও চলবে আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই। প্লিজ আমাকে উত্তর দিন। আমি খুব কষ্টে আছি এটা নিয়ে।
A :ওয়া আলাইকুমুস সালাম
১। না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী হুরমাতে মুছাহারা সাব্যস্ত হয়নি।
২। মেয়েদের ক্ষেত্রে কামভাবের অর্থ হচ্ছে অন্তরে ধাক্কা লাগা বা উত্তেজনা অনুভব করা। আর পূর্ব থেকে উত্তেজিত থাকলে তা আরো বৃদ্ধি পাওয়া।
সূত্রসমূহঃ আদ্দুররুল মুখতার ৯/২৬৬; ফাতাওয়া খানিয়া ১/৩৬১; আল-বাহরুর রায়েক ৩/২৫২