Q : মসজিদে ফুল দেওয়া কি জায়েজ?মসজিদে মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা না থাকার পরও কি মহিলারা নামাজ পরতে পারবে?

A :


১। মসজিদে ফুল দেওয়া কি জায়েয? ২। মসজিদে মহিলাদের নামাযের আলাদা ব্যবস্থা না থাকার পরও কি মহিলারা নামায পড়তে পারবে?
১। না।
২। মহিলাদের জন্য মসজিদে গমন করা মাকরূহে তাহরীমী। হযরত আবূ হুমাইদ (রাঃ) এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে বললেন ইয়া রাসূলাল্লাহ আমি আপনার সাথে নামায পড়তে পছন্দ করি। অতঃপর তিনি বললেন, আমি জানি তুমি আমার সাথে নামায পড়তে পসন্দ কর তবে (শোন) তোমার খাছ কামরায় নামায পড়া তোমার ঘরে নামায পড়ার চেয়ে উত্তম। আর তোমার ঘরে নামায পড়া তোমার স্থানীয় মসজিদে নামায পড়ার চেয়ে উত্তম।আর তোমার স্থানীয় মসজিদে নামায পড়া আমার মসজিদে নামায পড়ার চেয়ে উত্তম। অতঃপর তার ঘরের ভিতরে অন্ধকার কুঠরির মধ্যে নামাযের স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়। তিনি মৃত্যু পর্যন্ত সেখানেই নামায আদায় করতেন। -সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ২২১৭; সহীহ ইবনে খুযাইমাহ, হাদীস নং ১৬৮৯; মুসনাদে আহমাদ, হাদীস নং ২৭০৯০
হযরত আয়েশা (রাঃ) বলেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতেন মহিলারা তার মৃত্যুর পরে যে অবস্থার সৃষ্টি করেছেন তবে তিনি অবশ্যই তাদের মসজিদে যেতে বাধা দিতেন যেমনটি বনী ইসরাঈলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল।–সহীহ মুসলিম, হাদীস নং ১০২৭; সহীহুল বুখারী, হাদীস নং ৮৬৯
তবে সফরের সময় মহিলারা প্রয়োজনে মসজিদে নামায পড়তে পারে।

Loading