Q : মুআজ্জীন ও ইমামের নূন্যতম বয়স কত হওয়া উচিত?
A :ইমাম হওয়ার জন্য শর্ত হল বালেগ হওয়া। যার সর্বোচ্চ সীমা ১৫ বছর। তবে এর পূর্বেই যদি ছেলেদের বালেগ হওয়ার কোন আলামত প্রকাশ পায় তাহলে সে ১৫ বছরের আগেই বালেগ বলে গন্য হবে। আর যদি ১৫ বছরের পূর্বে কোন আলামত প্রকাশ না পায় তাহলে সে ১৫ বছর পূর্ণ হলে বালেগ বলে গন্য হবে। আর পুরুষের বালেগ হওয়ার আলামত হল, বীর্যপাত হওয়া (চাই সেটা স্বপ্নদোষের মাধ্যমে হোক বা হস্থ মৈথুন দ্বারা হোক) অথবা তার মাধ্যমে গর্ভবতী হওয়া।
অনুরূপভাবে মুআজ্জিনও বালেগ হওয়া উত্তম। তবে করীবুল বুলুগ (অর্থাৎ বালেগের নিকটবর্তী) বুঝবান নাবালেগ আযান দিলেও তা সহীহ হবে। তবে বুঝহীন নাবালেগের আযান সহীহ হবে না।-মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদীস নং ৩৫০৫; রদ্দুল মুহতার ১/৩৯২; ফাতাওয়া হিন্দিয়া ১/১১০; মাজমাউল আনহুর ৪/৬০; ফাতহুল কাদীর ৯/২৭৬-৭৭; হাশিয়াতু ত্বহতবী আলা মারাকিল ফালাহ ২৮৭-৮৮