Q : ১। কোন ব্যক্তি নামায ক্বাযা করে মারা গেছেন। তার সন্তান যদি ঐ ক্বাযা নামাযের কাফফারা আদায় করেন তা কী আদায় হবে? ২। আর ঐ কাফফারার টাকা কি মসজিদে বা মাদরাসায় দেওয়া যাবে?

A :

১। হ্যাঁ, আদায় হবে। এবং আশা করা যায় আল্লাহ তাআলা এর ওসীলায় তাকে মাফ করে দিবেন।
২। না, মসজিদে দেওয়া যাবে না। আর মাদ্রাসায় গরীব ছাত্র থাকলে মাদ্রাসায় দেওয়া যাবে, যদি কর্তৃপক্ষ গরীব ছাত্রদের পিছনে তা ব্যয় করে।
সূত্রসমূহঃ ফাতাওয়া হিন্দিয়া ১/১২৫; আলবাহরুর রায়েক ২/১৬০, ১৬১

Loading