Q : আমার পরিবারের মধ্যে আমি একজন ছেলে। আমার বড় একটা বোন আছে আর ছোট একটা বোন আছে। এখন আমার প্রশ্ন হলো আমি দোকান দিতে চাচ্ছি আমার বাবার সম্মতিতে। আমাদের আবাদি জমি বিক্রি করে যদি দোকান দেই তাহলে কি আমাদের বোনদের হক নষ্ট হবে এবং জমি ভাগ করার সময় কি আমাকে যতটুকু জমি দোকানের জন্য বিক্রি করছি ততটুকু জমি আমাকে কম নিতে হবে? একটু বুঝিয়ে উত্তর দিলে খুশি হব।
A :প্রশ্নে উল্লেখিত সূরতে আপনার পিতা সম্পত্তি বিক্রি করে আপনাকে যা দিবেন এটা আপনার জন্য হাদিয়া স্বরূপ। আপনাকে যদি শরয়ী কোন ওজরের কারণে দিয়ে থাকেন (যেমন বোনেরা স্বচ্ছল আর আপনি অস্বচ্ছল অথবা আপনি পিতা মাতার ভরন পোষণের পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তাদের সার্বিক খেদমত আঞ্জাম দিচ্ছেন অথবা দ্বিনী খেদমতে নিয়োজিত থাকার কারণে আপনি অর্থনৈতিকভাবে দুর্বল ইত্যাদি) তাহলে কোন অসুবিধা নেই।
আর শরয়ী কোন ওজর না থাকলে সমপরিমাণ সম্পত্তি বোনদেরকেও দেওয়া আপনার পিতার জন্য জরুরী। কারণ সন্তানদেরকে হাদিয়া দিয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করার প্রতি হাদীস শরীফে তাকীদ এসেছে।-মুসলিম শরীফ হাদীস নং ৪২৬২; ফাতাওয়া তাতারখানিয়া ১৪/৪৬৫; ফাতাওয়া কাজীখান ৩/১৯৪; আল বাহরুর রায়েক ৭/৪৮৩