Q : আসসালামু আলাইকুম।আমি একটি সমিতিতে চাকুরি করতাম সম্পাদক পদে, এই সমিতির কাজ ছিল সুদের উপর ঋন দেয়া।আমি থাকা কালীন অনেক ঋন দিয়েছি নিয়ম অনুযায়ী, অর্থাৎ কোনো ঘুষের বিনিময়ে বা অন্য কোনো সুবিধা নিয়ে কোনো ঋন দেই নাই।এখন সমিতি টি বিলুপ্তের পথে, অর্থাৎ অনেক ঋন গ্রহীতাই আর ঋনের টাকা পরিশোধ করছে না।আর এভাবে ঋন গ্রহীতারা ঋন পরিশোধ না করলে অনেক শেয়ার হোল্ডারের আমানত অর্থাৎ জমা টাকা ফেরৎ পাবে না।এখন আমার প্রশ্ন, এখন ঐ সব গ্রহীতারা অর্থাৎ যাদের ঋন আমার দায়িত্ব কালীন অবস্থায় দিয়েছি তারা টাকা না দিলে, আমানত দারী দের আমানতের টাকা খোয়া গেলে এর দায় কি পরকালে আমাকে দিতে হবে নাকি ঐ সব ঋন গ্রহীতারা এর দায় দিবে যারা ঋন পরিশোধ না করায় শেয়ার হোল্ডারের টাকা মাইর গেছে?আর যদি এর দায় আমার উপর বর্তায় তাহলে আমার করনীয় কি? দয়া করে জানালে খুব উপকৃত হব হুজুর।

A :

Sorry, this entry is only available in Bengali.