Q : অাসসালামু আলাইকুম। হযরত আমাদের এখানে একজন ফলের দোকানদার আছেন। তিনি বর্তমানে খুব অভাবে আছেন। তার দোকানে ফল উঠানোর মত কোন টাকা নেই। মানুষের কাছে ধার দেনা করে চলছেন। তার কাছে মাঝে মাঝে বসলে তার পাওনাদারদের তাগাদা শুনলে আমার খুব খারাপ লাগে। যেহেতু আমিও খুব ধনী নই তাই তাকে সাহায্য করতে পারছি না। সে নিজেও মানুষের কাছে টাকা পাবে কিন্তু তার টাকা নিয়ে অনেক মানুষ লাপাত্তা হয়েছে আর অনেকে দিচ্ছে না ইত্যাদি। আমার এক পরিচিত আত্মীয় রমজানে অথবা অগ্রিম যাকাত দেয়। যদি আমি তাকে বলি তবে সে অগ্রিম পাঁচ দশ হাজার টাকা তাকে দিবেন। এতে তার অনেক উপকার হবে। কিন্তু তার কাছে শুনলাম তার মাঠে ও বিভিন্ন ব্যাক্তির কাছে প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি পড়ে আছে । এখন আমার সন্দেহ হচ্ছে তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি?

A :

Sorry, this entry is only available in Bengali.