Q : আসসালামুয়ালাইকুম হযরত ভালো আছেন আশা করি।মেয়েরঅসুস্থতাসহ বেশ কিছু জটিলপ্রতিবন্ধকতা যে ছিলো সমাধান কি হয়েছে আল্লাহ কৃপায়?যাক হযরত আমার প্রশ্ন গুলো হলো;সুন্নাত নামাজ এর পর ফরয নামাজের আগে বা যে কোনো ফরয নামাজের আগে সময় থাকলে (এছাড়া ও অন্য ভাবে বলা যায় আর ও জুম্মার দিন খুতবা শুনার আগ অবধি,যেই সময় থাকে) আমি কি চাইলে যত রাকাত ইচ্ছে নফল পড়তে পারবো?আর একটা প্রশ্ন হলো সুন্নাত নামাজ যেগুলো চার রাকাত ওগুলোতে কি চার ও রাকাতে সূরা মিলাতে হবে?এমনিতো দ্বিতীয় রাকাতে এর পর বাকি দুই রাকাত এ শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়!এভাবে কি অশুদ্ধ হবে?আর হযরত জুম্মার নামাজ কত রাকাত দুই রাকাত জামাতের সাথে পড়ার সাথে একটি পুরো পুরো পদ্ধতি ও রাকাতের সংখ্যা টা বললে কৃতজ্ঞ থাকবো।আল্লাহ কাছে আপনার উত্তম প্রতিদানের জন্য দোয়া করি।

A :

Sorry, this entry is only available in Bengali.