Q : অাসসালামু অালাইকুম। হযরত অাজকে আপনার একটি ফলের দোকানের যাকাতের মাসআলা পড়লাম। হযরত আমার প্রশ্ন আমি আমার স্ত্রীকে প্রায় ৩ ভড়ী স্বর্ণ যা বিবাহের সময় আমার আব্বা আম্মা কর্তৃক তাকে দেয়া হয়েছিলো । আমি তাকে বেশ কয়েকবার তার বাবার বাড়ি থেকে স্বর্ণ আনতে বললেও সে আনেনি এবং আমার দ্বায়িত্বে দেয়নি। সেগুলো পরে আমি তাকে মালিক বানিয়ে দিয়েছি। তাকে বলেছি যেহেতু এগুলো আমার কোন কাজে লাগেনা আর আমার দ্বায়িত্বেও নেই তাই এগুলোর মালিক তুমি আর যাকাতও তুমি দিবা। যদিও সে যাকাত দেয়না। এর দ্বারা কি আমি গুনাহগার হবো? আর যেহেতু তাকে মালিক বানিয়ে দিয়েছি তাই এখন সে আমাকে যদি টাকার জন্য বা অন্য কোন কারণে পেশার দেয় তবে আমি তাকে বলি তোমার স্বর্ণ গয়না আনো। ফলে সে কিছুটা চুপ থাকে বা দমে যায়। এখন আমার আরেক প্রশ্ন এইভাবে বলা কি ঠিক হবে? কারণ যেহেতু আমি তাকে মালিক বানিয়ে দিয়েছি।আমার শেষ প্রশ্ন এই স্বর্ণ ছাড়া আমার কাছে নেছাব পরিমান কোন সম্পদ নেই তাই আমি কি কখনো যাকাত পেলে তা খেতে পারবো? জানালে উপকৃত হবো? যাযাকাল্লাহু খাইর।

A :

Sorry, this entry is only available in Bengali.