Q : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন হলো:নফল নামাজ নিয়ত পদ্ধতি কেমন হওয়া চাই?আমি কি এভাবে সালাত আদায় করতে পারবো যে:আমি করতাম ও যেমনআজকে এক সাবজেক্ট পরিক্ষা দিলাম,দেওয়া শেষে দুই রাকাত নামাজ ঠিকমত দিতে পারা আর এই সাবজেক্টে ভালো ফলাফলের আশায় নামাজ পড়তে পারবো কিনা?হযরত নফল নামাজে এভাবে জায়েজ কি যে দুই রাকাত নামাজ পড়বো এভাবে যে নিয়ত এক সাথে একটা না দুই টা যেমন আমার আম্মুর জন্য ও আব্বু ভালোই জন্য এমন ভাবে যে কারো জন্য যে কোনো কাজের উদ্দেশ্যে দুই টা বা ততধিক নিয়ত করে অন্তরে?নাকি একটা কাজের জন্য একটা নিয়ত দুই রাকাত পড়ে আবার আর একটা কাজের ক্ষেত্রে নতুন আবার আর ও দুই রাকাত করে এমন?কিভাবে পড়বো?আর একটা প্রশ্ন হযরত আমার নিজের হালাল একটা চাকরীর জন্য না পাওয়া অবধি প্রায় দুই রাকাত করে নফল সালাত নিয়ত করে পড়তে পারবো কি?

A :

Sorry, this entry is only available in Bengali.