Q : আসসালামুয়ালাইকুম,হযরত ভালো আছেন আশা করি।আমার একটা দিলের হালত,কারো কাছে প্রকাশ করিনি!এই প্রথম করলাম।আমার প্রায় চিন্তা আসে তাই কেমন যেনো লাগে।রিয়া কোন পর্যায়ে পড়ে?কখন?ধ্বংশ হয়ে যায় আমল?আমার কেনো জানি কারো সামনে আমল করলে মনে হয় এই বুঝি রিয়া/লৌকিকতা হচ্ছে,যেমন জিকির’তাসবিহ হাতে রেখে করা;মাঝে বা যে কোনো আমল ই কারো সামনে করা,সবার সামনে টাকা দেওয়া ও।কিন্তু আমি রিয়া করে করিনা এরপর ও ভয় না জানি রিয়া হচ্ছে!আমার সব আমল কি বরবাদ হয়ে যাবে!কেউ যদি আমায় কোনো আমলের কথা জানতে চাই আমি কি করি বা যা ই জানি আলহামদুলিল্লাহ তখন বলতে ভয় হয়,যদি ও বলি কিছু,ভয় না জানি রিয়া হয়ে যায়!কিন্তু বললে ফায়দা;বা শুকুর আদায় হয় তা ও বুঝি তথাপি ও কেমন যেনো লাগে।আমি কি করবো হযরত।আমার আমল গুলো কি ধ্বংশ হয়ে যাবে এভাবে আমল করলে,দেখলে,বললে!আমি এখন অনার্স চতুর্থ বর্ষে পড়ছি।উত্তর বিশদ ভাবে বললে চির বাধিত হবো হযরত।জাযাকাল্লাহু খায়রন।

A :

Sorry, this entry is only available in Bengali.