Q : আসসালামু আলাইকুম, আরেকটি প্রশ্ন, আমার বাসার সব টয়লেটে হাই-কমোড দেয়া। এখন যদি বসে প্রস্রাব করি তাহলে পায়ে কিছু ছিটা লাগে। ফ্লোর-ও নোংরা হয়। পানি ব্যবহার করলেও ওজু বা গোসল করার পরও ওয়াসওয়াসা থাকে যেহেতু গোসলখানা ও পায়খানা একইসাথে। যদি দাড়িয়ে কমোডে প্রস্রাব করি তবে শরীরে কোনো ছিটা লাগে না। আর ফ্লোর-ও নোংরা হয়না। এরুপ অবস্থায় দাড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ হবে? আর স্বাস্থ্যের স্থূলতার কারনে কি দাড়িয়ে প্রস্রাব করা জায়েজ হবে?

A :

ওয়া আলাইকুমুসসালাম
প্রশ্নে সম্পূর্ণ উল্টা কথা লিখা হয়েছে। বরং দাড়িয়ে পেশাব করলে কিছু ছিটা শরীরে বা কাপড়ে লাগতে পারে। আর কমোডে বসে লিঙ্গ বাম হাত দ্বারা কিছুটা নিচের দিকে নামিয়ে পেশাব করলে ছিটা লাগার কোন সম্ভাবনা নেই।কাজেই কমোডে বসে উপরোক্ত নিয়মে পেশাব করতে হবে।
আর স্বাস্থ্যের স্থূলতার কারনে যদি বসে পেশাব করা অসম্ভব বা অসহনীয় কষ্টদায়ক হয় তবে দাড়িয়ে পেশাব করা জায়েয। -সহীহ বুখারী, হাদীস নং ২২৪; সহীহ মুসলিম, হাদীস নং ৬৪৭।

Loading