Q : আসসালামু আলাইকুম ১। মানুষ পারে না এমন কোন কাজ নেই ২। টাকা থাকলে সব করা যায়। এ দুইটা কি শিরকী কথা?
A :ওয়া আলাইকুমুস সালাম
১+২। এগুলো বক্তব্য দাতার নিয়তের উপর নির্ভরশীল। এর দ্বারা যদি সে উদ্দেশ্য নেয় মানুষের সাধ্যের ভিতরের সব কাজ সকলেই চেষ্টা করলে করতে পারে বা অর্থ ব্যয় করে বাস্তবায়ন করা যায় (আর প্রচলনেও মানুষ এমনটিই উদ্দেশ্য নিয়ে থাকে) তবে অসুবিধা নেই। আর যদি উদ্দেশ্য হয় সম্ভব, অসম্ভব (যেমন সূর্য পশ্চিম দিক দিয়ে উঠানো) সবকিছুই মানুষ করতে পারে তবে তা শিরকী কথা হবে।