প্রশ্ন : হালাল পণ্যে উৎপাদন/বিক্রয়কারী কোম্পানীর শেয়ার বেচাকেনা জায়েজ কি?
উত্তর :কোম্পানীর প্রডাক্ট বা কারবার বৈধ হলেও বর্তমান শেয়ার বাজার শরয়ী দৃষ্টিকোন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।ব্যবসার বিপরীতে এর মধ্যে জুয়ার দিকটিই অগ্রগণ্য।যা স্টক এক্সচেঞ্জ এ একাধিকবার প্রমাণিত হয়েছে এবং এদেশের মানুষ সর্বস্ব হারিয়েই চলছে।আর শেয়ার ক্রয় করলে ইচ্ছায় বা অনিচ্ছায় সূদের সাথে জড়িয়ে যেতেই হয়।তাই কোন মুমিনের জন্য শেয়ার বাজারে প্রবেশ করা উচিত নয়।– সূরা মায়েদাহ, আয়াত ৯০; সহীহুল বুখারী, হাদীস নং ৫৯৬২; সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৬; সুনানে বাইহাকী, হাদিস নং ২০৭৩৩।
এ বিষয়ে ভবিষ্যতে বিস্তারিত লিখব ইংশাআল্লাহ।