প্রশ্ন : জুমআর ১ম ও ২য় খুতবায় কোন কোন বিষয় থাকা আবশ্যক? দলীল সহ বিস্তারিত জানালে খুশি হবো। জাযাকাল্লাহু খায়রান।

উত্তর :

আল্লাহ্‌ তাআলার জিকির যেমন তাসবীহ, তাহলীল, তাকবীর ইত্যাদির দ্বারাই খুতবার ফরজ আদায় হয়ে যায়।– সূরা জুমুআহ, আয়াত ৯; মাজমাউল আনহুর ১/২৪৯।

তবে খুতবার কিছু সুন্নাত রয়েছে। উভয় খুতবায়-

(ক) আল্লাহ্‌ তাআলার প্রশংসা বর্ণিত হওয়া-সহীহ মুসলিম, হাদীস নং ২০৪৩; সুনানে বায়হাকী, হাদীস নং ৬০০৮।

(খ) শোকর বর্ণিত হওয়া – সহীহ মুসলিম, হাদীস নং ২০৪৪।

(গ) তাওহীদ ও রেসালাতের সাক্ষ্য বর্ণিত হওয়া- সহীহ মুসলিম, হাদীস নং ২০৪৫; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৮৯৩।

(ঘ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরূদ পাঠ করা- সুনানে তিরমিজী, হাদীস নং ৩৪৭৭; সুনানে বাইহাকী, হাদীস নং ৫৫৬৩।

(ঙ) কিছু ওয়াজ-নসীহত করা- সহীহ মুসলিম, হাদীস নং ২০৪২; সুনানে বাইহাকী, হাদীস নং ৫৫৬৪।

(চ) একটি সূরা বা দু একটি আয়াত পাঠ করা- সহীহ মুসলিম, হাদীস নং ২০৪৯; সুনানে বাইহাকী, হাদীস নং ৫৫৬৮।-

সুন্নাত। আর দ্বিতীয় খুতবায় সমস্ত মুসলমান নর-নারীর জন্য দুআ ও ইস্তেগফার করা সুন্নাত।–মাজমাউয যাওয়ায়েদ ১/২১৮।

এবং দ্বিতীয় খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আওলাদ, সাহাবীগণ ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিবিগণের প্রতি বিশেষভাবে খোলাফায়ে রাশেদীন ও হযরত হামযা ও আব্বাস (রাঃ) এর জন্য দুআ করা মুস্তাহাব।– আদ্দুররুল মুখতার ১/১০৯।

Loading