প্রশ্ন : প্রশ্ন: এয়ার গান দিয়ে পাখি শিকার করার হুকুম কি? শিকার করা আহত পাখি যদি জবাই করার আগে মারা যায় তাহলে এইটা খাওয়া যাবে কিনা?

উত্তর :

না খাওয়া যাবে না। বরং যদি জীবিত পাওয়া যায় এবং জবাই করা হয় তবেই খাওয়া জায়েয। আর মৃত পাওয়া গেলে খাওয়া জায়েয নয়।– মুসনাদে আহমাদ, হাদীস নং ১৯৩৯২; তাকমিলাতু ফাতহুল মুলহিম ৩/৪০৬,৪০৭; রদ্দুল মুহতার ৬/৪৭১; তাবয়ীনুল হাকায়েক ৭/১২৯।

Loading