প্রশ্ন : প্রশ্ন একভাই বলতেছে মাযহাব রচনা করার কী দরকার ছিল? আমরা কুরআন হাদীস অনুস্মরণ করব? তার প্রশ্ন সমপর্কে দলীলসহ উওর জানতে চাই!
উত্তর :মাজহাব মানা হয় কুরআন হাদীস অনুসরণের জন্যই। প্রশ্নটা অনেকটা এমনই ডাক্তারের কথা মানার কি দরকার? মেডিক্যালের বই সরাসরি পড়লেই তো হয়। অথচ এমনটি কেউ বলেন না। আসলে কুরআন হাদীসের সঠিক অর্থ অনুধাবনের জন্যই ইমামের অনুসরণ করা হয়। এ বিষয়ে দলীলসহ বিস্তারিত জানতে আল্লামা তাকী উসমানী সাহেবের তাকলীদ কি ও কেন কিতাবটি দেখতে পারেন।