প্রশ্ন : আসসালামু আলাইকুম. ….আমি জানি কছর নামাজের বিধান কিন্তু আমি বুঝতে পারছি না একটা বিষয় সেটা হল ……আমি যে কোম্পানিতে চাকরি করেসেটার কাজ প্রায় জায়গাতে ৭/১২ দিন মানে ১৫ দিনের কম একেক সময় একেক জায়গায় যেতে হয় কিন্তু বাড়িতে যাওয়া হয় না ॥মানে বাড়িতে ১/২ মাস পরপর যাওয়া হয়॥তাহলে আমি যেখানে অবস্থান করতেছি সেখানে কি কছর নামাজ আদায় করতে হবে কি না??স্থান পরিবর্তন হলেও সেটা ৪৮ মাইলের বেশী হয়।যেমন ধরেন, বাড়ি সিরাজগঞ্জ আসলাম ঢাকা ২ দিন থাকলামতারপর সিলেট ১ দিন পর আবার সুনামগঞ্জ ৫ দিন পর আবার সিলেট ॥সঠিক উত্তরটা বলবেন প্লিজ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম,

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ৪৮ মাইলের বেশী সফর করলে এবং ১৫ দিনের কম থাকার নিয়ত করলে কসর করতে থাকবেন।-আদ্দুররুল মুখতার ২/১২৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯।

Loading