প্রশ্ন : শরীয়তে কি ঈদগাহ মাঠে গেট করা,সুসজ্জিত করা, ঈদগাহ মাঠের বাইরে গেট করা,ছোট ছোট বিভিন্ন রংয়ের পতাকা লাঠির মাধ্যমে পোতা, এসব করা কি জায়েজ? থাকলে প্রমানসহ দিলে উপকার হবে।ইসলামে সৌন্দর্য্য করতে বলেছে এটা কি সত্য? সেটা কিসের সৌন্দর্য্য করতে বলেছে?-মোঃ আবদুল্লাহ আল মাসুদ,যশোর
উত্তর :প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে ঈদগাহ সুসজ্জিত করা শরীআতসম্মত নয়। এর কোন নজির খাইরুল কুরূনে নেই। আর বর্তমানে কোন কোন ঈদগাহ গির্জা-মন্দিরের আদলে এমনভাবে সুসজ্জিত করা হয় যা নিকৃষ্টতম বিদআত। এ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরী। তবে মুসল্লীদের আরামের জন্য উপরে শামিয়ানা বা বসার জন্য কার্পেটের ব্যবস্থা করাতে কোন সমস্যা নেই।
আর প্রত্যেকটি জিনিসের সৌন্দর্য্যের একটি শরয়ী সীমারেখা আছে। তা নির্দিষ্টভাবে উলামায়ে কেরামের নিকট থেকে জেনে নিতে হবে।– সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৭৪১;শারহু গমজি উয়ূনিল বাসায়ের আলাল আশবাহি ওয়ান নাজায়ের ৪/৬২(করাচী); ফাতাওয়া মাহমূদিয়া ১৫/২৫৯।