প্রশ্ন : (ক)অযু ছাড়া কুরআনোর এক দু আয়াত লেখা যাবে কি? এবং (খ) ঐ কাগজের কোরআনের আয়াত লেখ অংশে হাত না লাগিয়ে অন্য লেখা বা সাদা অংশে হাত লাগিয়ে লিখতে কোন সামাস্যা আছে কি?
উত্তর :(ক) বিনা উযূতে কুরআনে কারীমের আয়াত না লেখাই উত্তম। তবে লিখলে এমনভাবে লিখার অনুমতি রয়েছে যাতে হাত কাগজকে স্পর্শ না করে।
(খ)এভাবে লিখতে কোন সমস্যা নেই।
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৬৫৫৯; সুনানে বাইহাকী, হাদীস নং ৪১৬; আদ্দুররুল মুখতার, ১/৩১৭(যাকারিয়া); এমদাদুল ফাতাওয়া ১/১৪৯; আহসানুল ফাতাওয়া ২/১৮