প্রশ্ন : ভূমিকম্প, ঘূর্ণিঝড়, লঞ্চডুবি ইত্যাদি বিপদের সময় আজান দেয়ার আমাল সম্পর্কে জানতে চাই। এ ধরনের বিপদের সময় কীরূপ আমাল করা চাই?

উত্তর :

এসকল ক্ষেত্রে আযান দেওয়া হাদীস ও আসার দ্বারা প্রমানীত নয়। ঘূর্ণিঝড় বা প্রচন্ড বাতাসের সময় হাদীস শরীফে নিম্নোক্ত দুআর কথা এসেছে-

اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَمِنْ خَيْرِ مَا فِيهَا وَمِنْ خَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَمِنْ شَرِّ مَا فِيهَا وَمِنْ شَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

(সুনানে তিরমিজী,হাদীস নং ২২৫২;মুসনাদে আহমাদ,হাদীস নং ২১১৩৮)

আর ভুমিকম্প,লঞ্চডুবি ইত্যাদি বিপদের সময় কলবকে আল্লাহ তাআলার দিকে মোতাত্তজ্জেহ করে ইস্তেগফার,আল্লাহ তাআলার আযাব থেকে পানাহ, যিকির আযকার ইত্যাদি আমলে মশগুল হওয়া চাই।

Loading