প্রশ্ন : আসসালামু আলাইকুম। এক ব্যক্তি প্রায় ৭-৮ বছর কয়েকটি দোকানে কর্মচারী হিসেবে ছিল। বেতন পাওয়ার পাশাপাশি প্রতিদিনই ক্যাশ থেকে টাকা চুরি করতো। ১০ বছর পর সে নিজে যখন দোকান দিয়ে বসল, তার দোকানে সব কাস্টমার তাকে প্রতিদিন ঠকিয়ে যাচ্ছে। দোকান দিয়ে সে খুব লোকসানের মধ্যে আছে, সংসার চলছেনা, এমনকি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে। তার মনে হলো একদিন আমি অন্যের হক মেরেছিলাম, এখন মানুষ আমার হক মেরে খাচ্ছে। এমতাবস্থায় পূর্বে যেই দোকানগুলিতে চাকরি করতো সেই দোকান মালিকদের কাছে লজ্জায় মাফ চাইতেও পারছেনা। কারণ দোকান মালিকরা জানে সে অনেক ভাল ছেলে ছিল। প্রশ্ন হলো: সে ৭-৮ বছর দোকানের টাকা চুরি করে যে হক মেরে খেয়েছে, তা মালিকের নিকট যেহেতু লজ্জায় যেতে পারছে না, কিভাবে হক পরিশোধ করবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

তাদের নিকট যে কোন ভাবে উক্ত টাকা পৌঁছিয়ে দিলে এবং আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিলে ইংশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এক্ষেত্রে তাদেরকে সবকিছু বিস্তারিত বলে দেওয়া জরুরী নয়। বরং হাদিয়া বলে তাদেরকে দিলেও আপনি দায়মুক্ত হয়ে যাবেন।-রদ্দুল মুহতার ৬/৩৮৫; আল বাহরুর রায়েক ৮/৩৫৯

Loading