প্রশ্ন : রোযার নিয়ত কি জরুরী ? নিয়ত মুখে করবে নাকি অন্তর দ্বারা?

উত্তর :

রমজানের রোযার জন্য নিয়ত করা ফরজ। কেউ যদি রোযার নিয়ত ব্যতীত সারাদিন না খেয়ে থাকে তবে তা রোয হিসেবে ধর্তব্য হবে না। প্রতিটি রোযার জন্য আলাদাভাবে নিয়ত করা জরুরী। পুরো মাসের জন্য একবার নিয়ত করলে তা যথেষ্ট হবে না ।
নিয়ত হল মনের ইচ্ছা । কাজেই মনে মনে এই সংকল্প করবে যে, অমি আজ রোযা রাখছি । মুখে নিয়ত করা জরুরী নয় বরং উত্তম। মুখে নিয়ত করলে এভাবে করবে আমি আজ রোযা রাখার নিয়ত করলাম।

Loading