প্রশ্ন : দূর পাল্লার গাড়ির চালক বা এসেস্টেনদের জন্য নামায পড়ার হুকুম কি? তথা তারা কছর করবে নাকি মুকিম হিসাবে আদায় করবে? দলীলসহ জানালে উপকৃত হব!

উত্তর :

যদি তারা কমপক্ষে ৪৮ মাইল (অর্থাৎ ৭৭.২৪৬৪ কিলোমিটার) সফর করার নিয়তে নিজ আবাদীর লোকালয় থেকে বের হয়, তবে তারা শরীআতের পরিভাষায় মুসাফির হিসেবে গন্য হবে। এক্ষেত্রে তারা রাস্তায় কছর করবে। আর নিজ আবাদি থেকে সফর করে কোথাও পৌঁছানোর পর উক্ত স্থানে যদি কমপক্ষে পনের দিন থাকার নিয়ত না করে তবে সেখানে থাকাকালীনও কছর করবে।-ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯; আসারুস সুনান পৃ: ২৬৩; রদ্দুল মুহতার ২/১২১-১২৩

Loading