প্রশ্ন : আমার বয়স ২৩ বছর। আমি মার সাথে ঘুম আসছি। এখানে নরমাল ঘুমানো। এখন কি আমার মা বাবা চিরতরে হারাম হবে। বিস্তারিত বললে ভাল হয়।

উত্তর :

না, হারাম হবে না। তবে বালেগ হওয়ার পরে ছেলেদের জন্য মায়ের সাথে এক বিছানায় না ঘুমানোই উচিত। এর দ্বারা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অর্থাৎ যদি কখনো ছেলে বা মা কেউ অন্যকে শাহওয়াত বা উত্তেজনার সাথে স্পর্শ করে ফেলে তবে পিতা-মাতা একে অন্যের জন্য হারাম হয়ে যায়। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/article/হুরমতে-মুছাহারাহ-সংক্রান/

Loading