প্রশ্ন : ১। বীর্য বিছানায় অথবা কম্বলে লেগে গেলে করণীয় কি? কারণ কম্বল এত তাড়াতাড়ি ধুয়া যায় না। এই অবস্থায় শুকিয়ে গেলে এতে শুইলে আমার পাক কাপড় কি নাপাক হয়ে যাবে? ২। চার রাকাআত বিশিষ্ট নামাযে প্রথম রাকাআত ছুটে গেলে ইমাম দ্বিতীয় রাকাআতে বসে যখন তাশাহুদ পড়বেন তখন কি আমায় তাশাহুদ পড়তে হবে? দলীল সহ বলবেন অনুরোধ রইল। অথবা চতুর্থ রাকাআতে এসে ইমামকে শেষ বৈঠকে পেয়েছি এখানেও কি আমায় পূর্বের ন্যায় তাশাহুদ পড়তে হবে? আর যদি পড়তে হয়, আমি তাশাহুদ শুরু করেছি এমতাবস্থায় ইমাম উভয়দিকে সালাম ফিরিয়ে নিচ্ছেন, আমি কি তাশাহহুদ শেষ করে দাঁড়াব না তাশাহহুদ পড়া ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাব? আশা করি উত্তর দিয়ে আমায় বাধিত করবেন।
উত্তর :১। কম্বল বা চাদর পাক করতে চাইলে তিনবার ধৌত করা জরুরী। তবে প্রত্যেক বার ভালো করে এমনভাবে নিংড়াতে হবে যাতে আর নিংড়ালে পানি পড়ে না।
আর ধৌত করার পূর্বে তা শুকিয়ে গেলে এবং তার উপর শয়ন করলে শরীর নাপাক হবে না।-হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা নং ১৬১
২। হ্যাঁ, উভয় অবস্থাতেই পূর্ণ তাশাহহুদ পড়তে হবে। মুক্তাদী ইমামের সাথে কোন বৈঠক পেলেই সেখানে পূর্ণ তাশাহহুদ শেষ করবে। অতঃপর তার দাঁড়ানোর প্রয়োজন হলে তাশাহহুদ শেষ করেই দাঁড়াবে।-মারাকীল ফালাহ, পৃষ্ঠা ৩০৯