প্রশ্ন : হুজুর আসসালামু আলাইকুম। হুজুর দয়া করে একটা প্রশ্নের উত্তর দিবেন। হুজুর যদি ওয়েবসাইটে দিতে সংকোচ বোধ হয় তবে ই-মেইলে দিবেন। হুজুর কয়েকমাস যাবত এর জন্য আমি কোন কাজে মন দিতে পারছি না। সব কিছু কেমন যেন অনিয়মিত হয়ে গেছে। ইবাদাতেও ঠিকমত মন দিতে পারি না। হুজুর উত্তর না দিলে আমার মানসিক রোগীতে পরিণত হওয়া ছাড়া উপায় নেই। হুজুর এমনিতে আমি ছোটবেলা থেকে বেশ ধর্মপরায়ণ। তাই আমার মনে ওসওয়াসা বেশি আসে। ইসলামে যে বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নিয়ে আমার বেশি ওসওয়াসা আসে। যেমন কুফর, শিরক আল্লাহ ক্ষমা করেন না তাই উক্ত বিষয়গুলো নিয়ে চিন্তা বেশি আসত। বর্তমানে ইসলাম সম্পর্কে আরও বেশি জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটের পাঠকদের জিজ্ঞাসা গুলো পড়তে থাকলাম তখন আমি হুরমতে মুশাহারাত বিষয়টি জানতে পারি। তখন থেকেই তা আমার মনের ভিতর কুমন্ত্রণা সৃষ্টি করতে থাকল। আগে আমি যখন বিষয়টি জানতামনা তখন আমার মনে আমার মা সম্পর্কে কোন খারাপ চিন্তা আসত না। এটা জানার পর থেকে আমি মায়ের কাছে যেতে পারি না, রিক্সাযোগে মায়ের সাথে কোথাও একসাথে যেতে পারি না। অথচ আগে এটা সম্পর্কে না জানার কারনে এরকম হতই না। যখনই মায়ের কাছে আমি আসি তখনই আমার ভিতর অনিচ্ছাকৃতভাবে বাজে ফিলিংস তৈরি হয়। আমি নিজে ইচ্ছা করেও তা সরাতে পারি না। এমনকি মায়ের হাত থেকে কোন কিছু নেয়ার সময় ভয়ে থাকি কখন স্পর্শ লাগার কারনে হুরমতে মুশাহারাত সাব্যস্ত হয়ে যায়। এই অবস্থায় মাঝে মাঝে স্পর্শও লাগে তখন সবসময় কামভাব নিয়ে সন্দেহে থাকি। স্পর্শ লাগার সময় আমার মনে মায়ের সাথে সহবাস করার কোন ইচ্ছাও জাগে না। কিন্তু সবসময় একটা বাজে অনুভূতি অনিচ্ছাকৃতভাবেই আসে। এখন আমার প্রশ্ন হল কিরকম কামভাব আসলে মা বাবার বিয়ে ভেঙ্গে যাবে? ১। অন্তরে হালকা কামভাব আসলে যদি লিঙ্গ উত্থিত না হয় তবে কি হুরমতে মুশাহারাত সাব্যস্ত হয়? ২। যদি স্পর্শ করার ফলে লিঙ্গ তার নিস্তেজ অবস্থায়ই এক বা দুই মিলিমিটার বা তার কম বড় হয় এবং তা যদি উপলব্ধি করা না যায় তবে কি হুরমতে মুশাহারাত সাব্যস্ত হয়? ৩। সাধারণত হুরমতে মুশাহারাত হওয়ার জন্য লিঙ্গ কতটা উত্তেজিত হওয়া জরুরি? উল্লেখ্য আমার মায়ের বয়স ৫১ বছর এবং বাবার বয়স ৭১ বছর (ইংরেজী সন হিসেবে)। ৪। হুজুর আরেকদিন মার হাত থেকে কিছু নেয়ার সময় স্পর্শ লাগার সাথে সাথে বাজে অনুভূতি তৈরী হয় যা আমার অনিচ্ছাকৃত ছিল। তখন আমার মনে সহবাসের মনোভাব ছিল না তখনই আমার হৃদয়ে হুরমতে মুশাহারাত হবার ভয়ে হৃৎকম্পন দেখা দেয়। এক্ষেত্রে লিঙ্গ উত্থিত হয়নি কিন্তু লিঙ্গ নিস্তেজ অবস্থা থেকে ১ বা ২ মিলিমিটার বেড়েছে এবং যেরকম নিস্তেজ ছিল সেরকমই আছে। এখন কি বাবা মায়ের বিয়ে ভেঙ্গে গেছে। হুজুর তাড়াতাড়ি জানাবে¬¬ন। ৫। মা ও ছেলে যদি পাশাপাশি ঘেষে বসে এবং তাদের ঘেষে বসার মাঝে চারটি বা তিনটি সাধারন মানের কাপড়ের ব্যবধান থাকে যা বেশি মোটাও নয় আবার পাতলাও নয় তবে কি কারো কামভাব আসার কারনে হুরমত সাব্যস্ত হবে? উল্লেখ্য পাশাপাশি ঘেষে বসার কারনে গরম অনুভূত হচ্ছিল। ৬। উপরের অবস্থা যদি পাওয়া যায় কিন্তু তা ব্যক্তির ইচ্ছায় হয়নি বরং তা জোর করেই আসলে কি হুকুম? শুনেছি মনে সহবাসের ইচ্ছা না থাকলে নাকি হুরমত প্রযোজ্য হয় না। আমার মনে তো আমার মায়ের প্রতি সহবাসের ইচ্ছা কখনই আসে না। বরং তার কাছে আসলে উপরের লক্ষন যখন প্রকাশ পায় তখনও আসে না। বরং একটা বাজে অনুভূতি আসে এবং উপরের লক্ষন প্রকাশ পায়। ৭। বোনকে উত্তেজনার সাথে স্পর্শ করলে কি বাবা-মা, কিংবা বোনের সাথে তার জামাইয়ের বিয়ে ভেঙ্গে যায়? ৮। যদি আসলেই বিয়ে ভেঙ্গে যায় তবে এটা বাবা মাকে কিভাবে বলব বা আমার করনীয় কি? আমরা নয় ভাইবোন এবং বাবার বয়স ৭১ ও মায়ের বয়স ৫১ বছর। পরিস্থিতির বিবেচনায় কি এক্ষেত্রে মালেকি মাজহাবের মাসআলা নেয়ার অনুমতি আছে কি? সব সাহাবীরা কি একই মাসআলার উপর আমল করতেন? এক্ষেত্রে মা বাবার বিয়ে ভেঙ্গে গেলে তো মা বাবার সম্পদের অংশও পাবে না। হুজুর উপরের প্রশ্নগুলোর উত্তম ও সহজ ফয়সালা আশা করছি।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার সবগুলো প্রশ্ন দেখে মনে হয় আপনি মারাত্মকভাবে ওয়াসওয়াসায় আক্রান্ত। তাই আপনি নিম্নোক্ত লিঙ্কে দেওয়া আমার প্রদেয় ওয়াসওয়াসা সংক্রান্ত ৩২ টি প্রশ্নোত্তর ভালোকরে আগে পড়ে নিবেন-
http://muftihusain.com/ask_category/%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/
এরপর নিচের উত্তর পড়বেন। এরপরেও ওয়াসওয়াসা না গেলে আমার সাথে সাক্ষাত করতে পারেন অথবা ফোনে কথা বলতে পারেন।
১+২+৪+৮। না, প্রশ্নের বর্ণনা অনুযায়ী এর দ্বারা হুরমাতে মুছাহারা সাব্যস্ত হবে না।
৩+৬। লিঙ্গ নিস্তেজ থাকলে হুরমাতে মুছাহারা সাব্বস্ত হয় না। অনুরূপভাবে স্পর্শের সময় নিশ্চিতভাবে শাহওয়াত না থাকলেও হুরমাতে মুছাহারা সাব্যস্ত হয় না। হুরমাতে মুছাহারার শাহওয়াতের জন্য লিঙ্গের নাড়াচাড়া বা উত্থান জরুরী। আর পূর্ব থেকেই উত্থান থেকে থাকলে তা আরো বৃদ্ধি হওয়া জরুরী। শুধু মনের সন্দেহ বা ওয়াসওয়াসা দ্বারা এটা সাব্যস্ত হয় না।
আর হুরমাতে মুছাহারা সাব্যস্ত হওয়ার জন্য সহবাসের ইচ্ছা থাকা জরুরী নয়। সহবাসের ইচ্ছা ছাড়াই শাহওয়াত চলে এলে এটা সাব্যস্ত হবে।

৫। হ্যাঁ, যদি আসলেই শরীরের উষ্ণতা অনুভূত হয় এবং ৩ নং উত্তর অনুযায়ী (লিঙ্গের নাড়াচাড়া বা উত্থানের দ্বারা) শাহওয়াত আসে তবে হুরমাতে মুছাহারা সাব্যস্ত হবে।
৭। না, বোনের সাথে হুরমাতে মুছাহারা সাব্যস্ত হয় না।
সুত্রসমূহঃ ইলাউস সুনান-১১/১৩১, ১৩২; রদ্দুল মুহতার-৩/৩১-৩৩; ইমদাদুল আহকাম ২/৭৬৫-৭৬৮

Loading