প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, সূরা ফাতিহার পর ভুলে বিসমিল্লাহ না পড়লে কি সাহু সিজদা দেয়া লাগে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, এর জন্য সিজদায়ে সাহূ ওয়াজিব হবে না।
উল্লেখ্য যে, সূরা ফাতিহার পর বিসমিল্লাহ পড়া উত্তম।–হালবিয়ে কাবীর, পৃষ্ঠা নং ৪৫৫; ১/১২৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬

Loading