প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার হজ্জ্ব সম্পর্কে দুইটি প্রশ্ন আছে। ১। পিতামাতার টাকায় ছেলে বা মেয়ে কি তাদের সাথে কিংবা একা হজ্জ্ব পালন করতে পারবে? ২। যদি পিতামাতার টাকায় হজ্জ্ব বা ওমরাহ পালন করে থাকে তাহলে সেটি কবুল হবে কিনা?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, পারবে। তবে মহিলাদের জন্য তাদের সাথে অবশ্যই কোন মাহরাহ থাকতে হবে।
২। অন্য কোন প্রতিবন্ধকতা না থাকলে কবূল হবে ইংশাআল্লাহ। সারকথা হজ কবূল হওয়ার জন্য নিজের টাকা দিয়েই হজ করতে হবে এমন কোন শর্ত নেই। বরং অন্য কেউ করালে তাও সহীহ হবে।
সুত্রসমূহঃ সহীহুল বুখারী, হাদীস নং ১০৮৬; সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৭২৮

Loading