প্রশ্ন : আমাদের মসজিদ ও তৎসংলগ্ন ঈদগাহ এবং গ্রামের রাস্তায় প্রতি ঈদে আলোকসজ্জা বা লাইটিং করা হয়। এ বিষয়ে শরীয়তের বিধান কি?

উত্তর :

আলোকসজ্জা করা নাজায়েয। এগুলোর মধ্যে যেমন অপচয় রয়েছে তেমনিভাবে রয়েছে মুশরিক ও বিজাতীদের অনুসরণ।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৯২; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৩৩

Loading