প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। আমি বিগত কয়েকদিন থেকে খুব অস্থীরতায় ভুগছি। প্রতিনিয়ত আমার মনে হচ্ছে আমি মনে হয় কাফির হয়ে গিয়েছি। আমার এটা মনে হওয়ার কারণও আছে। হুট করে কয়েকদিন থেকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অন্তরে খুব বাজে বাজে কথা মনে হয়। অথচ আগে এরকম কখনও হয়নি, হলেও তা এখনকার মতো প্রতিদিন হয়নি। আমি খুবই ভেঙে পড়েছি। প্রতিনিয়ত মনে হচ্ছে আমি মনে হয় কাফির হয়ে গিয়েছি। তওবা করার পরও এসব খারাপ কথা মনে হচ্ছে। অবস্থা এতোটাই খারাপ যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মুখে নিচ্ছি, অন্তরে তখনই খুব খারাপ কিছু মনে হচ্ছে। এখন আমার করণীয় কি? ২। আমি কি সত্যি কাফির হয়ে গিয়েছি? আর না হলে কোন আমলের মাধ্যমে এর থেকে বাঁচা যাবে? আর যদি কাফির হয়ে যাই তাহলে পুনরায় কিভাবে ঈমান ঠিক করে নিব? আমাকে একটু জানাবেন দয়া করে। আমি খুবই অস্থিরতার মধ্যে দিন যাপন করছি।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354
২। না, মনে অনাকাঙ্ক্ষিতভাবে এসব চিন্তা আসার দ্বারা আপনি কাফের হবেন না।

Loading