প্রশ্ন : হিন্দুদের দাদা বলা যাবে কিনা? চাকরি ক্ষেত্রে বলতে হয়।
উত্তর :হাদীস শরীফে মুশরিকদের বিরোধিতা করতে বলা হয়েছে। আর হিন্দুরা কিন্তু সচারচর ভাইয়ের পরিবর্তে দাদা শব্দই ব্যবহার করে থাকে। ভাই বলে না। তাই সে দৃষ্টিকোণ থেকে কেউ যদি দাদা বলা থেকে বিরত থেকে ভাই বলে থাকে তবে তা প্রশংসনীয় এবং সে ছাওয়াবের অধিকারী হবে এতে কোন সন্দেহ নেই। আর এটা তাদের বিশেষ প্রচলন হলে দাদা বলা থেকে বিরত থাকাই উচিত। তবে যদি শব্দটি মুসলমানদের প্রচলনেও ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে তা মুসলমানদের ব্যবহার করতে কোন অসুবিধা নেই। সারকথা তারা শব্দটিই সর্বদা ব্যবহার করে থাকলে কেউ ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাই বললে তা উত্তম বরং মুমিনের এমনটিই বলা উচিত।–সহীহুল বুখারী, হাদীস নং ৫৮৯২; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪০৩৩