প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। আমার আম্মু কোরবানীর সাথে আমার বড় বোনের আকীকা দিতে চাচ্ছেন। কারন ছোট বেলায় আকীকা দেয়া হয় নাই। বড় বনের আলাদা সংসার আছে। তো কোরবানীর গরুর সাথে এক ভাগ আকীকা দিতে হবে, কিন্তু আমার প্রশ্ন হলো- আকীকা দেয়ার পর একভাগ গরুর গোস্ত কি বোনকে পুরোটাই দিয়ে দিতে হবে, নাকি আমার আম্মু নিজেই ব্যবহার করতে পারবে? ২। নানী কি তার নাতির আকীকা দিতে পারবেন, আমি যতটুকু জানি যে, নানা-নানী নাকি আকীকা দিতে পারে না, দাদা-দাদী দিতে পারে কথাটা কি সঠিক?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। না, উক্ত গোশত আপনার বোনকে দেওয়া জরুরী নয়। আপনার আম্মু চাইলে নিজেই ব্যবহার করতে পারেন।
২। হ্যাঁ, নানা-নানীও দিতে পারে।