প্রশ্ন : আসসালামু আলাইকুম, হাজী ইমদাদুল্লাহ মক্কী (র.) ও আশরাফ আলী থানভী (র:) এর যত খলীফাবৃন্দ সবাই চার তরীকার উপর বায়াত করান, যেমন- চিশতিয়া-সাবেরীয়া, সুহরাওয়ার্দীয়া, নকশাবন্দীয়া-মুজাদ্দেদীয়া ও কাদেরীয়া। এখন আমাদের দেশে তাদের যত খলীফারা আছেন তারা বলে উক্ত চার তরীকা কিন্তু মুলত সবক আদায় করে থাকেন শুধুমাত্র চিশতিয়া-সাবেরীয়া তরিকার। অন্যান্য তরীকার সবক আদায় করেন না কেন? ইহার কারন কি? যেহেতু আপনার শায়েখও উক্ত তরীকার অন্তুর্ভূক্ত তাই আপনাকে প্রশ্নটা করলাম।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
প্রিয় দ্বীনী ভাই, এ ধরণের প্রশ্ন করতে আমি অনুৎসাহিত করে থাকি। উক্ত প্রশ্নের সাথে ঈমান বা আমলের কোন সম্পর্ক নেই। তাই উত্তর দেওয়া থেকে বিরত থাকলাম। আপনি কোন শায়েখের দরবারে সশরীরে হাজির হয়ে জেনে নিতে পারেন।