প্রশ্ন : যাকাত কি বলে দিতে হবে? না বলে দিলে কি যাকাত এর ফরজ আদায় হবে না?
উত্তর :না, বলে দেওয়া জরুরী নয়। দেওয়ার সময় মনে নিয়ত থাকাই যথেষ্ট। বরং ক্ষেত্রবিশেষে না বলা উত্তম। যেমন নিকটাত্মীয় কাউকে দেওয়ার ক্ষেত্রে যদি সে যাকাতের কথা শুনলে কষ্ট পায় তবে তাকে যাকাতের কথা না বলা উচিত।