প্রশ্ন : একজন মানসিক রোগী, রোযার সময় রাত্রে সেহরী খেতে উঠলে তার ঘুমের সমস্যা হয়, ফলে তার মানসিক রোগ আরো বৃদ্ধি পায়। সে কী রোযা রাখবে?
উত্তর :যদি ঘুমই তার সমস্যার কারন হয় তবে সে ইশার পরপরই ঘুমিয়ে যাবে। আর এতেও সমস্যা হলে রাতে একটু দেরি করে ঘুমাবে এবং ঘুমের পূর্বে একেবারে সেহেরী খেয়ে নিবে। আশা করি এ দুপদ্ধতির কোন একটি গ্রহন করলে সমস্যা হবে না ইংশাআল্লাহ।