প্রশ্ন : আমার স্ত্রীকে দুই তালাক দিয়েছি, এখন আমি তো দেশের বাহিরে ৪০ দিনের মধ্যে সহবাস করতে পারবো না। এখন আমার স্থী কিভাবে বৈধ থাকবে?

উত্তর :

যদি বায়েন তালাক না দিয়ে থাকেন, তবে তালাক দেওয়ার পর তার ইদ্দতের মধ্যে (অর্থাৎ তার পূর্ণ তিন হায়েয অতিক্রান্ত হবার পূর্বে তাকে) মৌখিকভাবে ফিরিয়ে নিলে (যেমন মুখে বললেন আমি তোমাকে ফিরিয়ে নিলাম) আপনাদের বিবাহ বহাল থাকবে। তালাক দেওয়ার পর যেমনিভাবে সহবাসের দ্বারা ফিরিয়ে নেওয়া যায় তেমনিভাবে মৌখিকভাবেও ফিরিয়ে নেওয়া যায়। আর বায়েন তালাক দিয়ে থাকলে নতুন করে বিবাহ করা ব্যতীত আপনাদের ঘর সংসার করা জায়েয হবে না।

Loading