প্রশ্ন : আমার প্রায়ই নামাযের মধ্যে বায়ুর খানিকটা চাপ আসলে আমি সেটাকে চাপিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে মনে হয় বের হয়নি, আবার মাঝে মাঝে মনে হয় হয়েছে। এ অবস্থায় কী করবো? নামায কী চালিয়ে যাব?
উত্তর :এক্ষেত্রে আপনি নামাযের পূর্বে ইস্তেঞ্জা করে নিতে পারেন যাতে নামাযে বায়ুর চাপ না আসে। আর নামাযে ইয়াকীনের উপর আমল করবেন। যতক্ষণ পর্যন্ত বায়ু বের হওয়ার ব্যাপারে নিশ্চিত না হবেন ততক্ষণ নামায ছাড়বেন না। আর নিশ্চিত হলে নামায ছেড়ে দিবেন।