প্রশ্ন : আসসালামু আলাইকুম মুফতি সাহেব, আমার পরিচিত একজন লোক রাতের বেলায় মাছ শিকার করে। সেখানে উনি মাঝে মাঝে বিভিন্ন পাখিও শিকার করে টেটা দিয়ে। রক্ত ক্ষরণ বা আঘাত এর জন্য প্রায় পাখিগুলো বাড়িতে এনে জবেহ করার আগেই মারা যায়। আর উনি ধারালো ছুরি বা চাকু বা ব্লেডও সাথে রাখতে পারেন না কারণ এতে পুলিশি ঝামেলায় পড়ার সম্ভবনা আছে। এমন অবস্থায় উনি শিকার করা পাখিগুলো বাঁশের ধারালো কঞ্চি দ্বারা জবাই করলে কি জবাই সঠিক হবে? নাকি ধাতব বস্তু যেমন ছুরি বা ব্লেড দিয়েই জবাই করতে হবে?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, বাঁশের কুঞ্চী ধারালো হলে এবং তা দ্বারা রগ কাটা গেলে জবাই সহীহ হবে।–আল বাহরুর রায়েক ৮/১০৭; বাদায়েউস সানায়ে ৫/১১৮