প্রশ্ন : ইসলামী ব্যাংকে আমার একটা সেভিং একাউন্ট আছে। ১ বছর পর্যন্ত সেখানে ৭০০০০ হাজারে মত টাকা ছিল। এক বছর পর দেখলাম সেখানে প্রাই ৯০০ এর মত টাকা বেশি পাওয়া গেছে। এই টাকাগুলো আমার জন্য হালাল হবে না কি হারাম হবে জানালে খুশি হব।
উত্তর :না, তা ব্যবহার করা যাবে না। সদকাহ করে দিতে হবে। নিম্নোক্ত লিঙ্কে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=587