প্রশ্ন : আসসালামু আলাইকুম, কিছুদিন আগে জামাআতে ফরজ নামাযে সিজদাহরত অবস্থায় (ফ্লোরে রাখা) মোবাইলটি পিছন থেকে নিয়ে যায়। আমার প্রশ্ন হলো ১। ফরজ নামায জামাআতে আদায় করা অবস্থায় নামায ছেড়ে চোরকে ধরা জায়েয হবে কিনা? হলেও সর্বনিম্ন কত টাকার সেট হলে নামায ছাড়ার অনুমতি আছে? ২। ওয়াজিব, সুন্নত ও নফল নামাযেও কি একই মাসআলা, নাকি ভিন্ন?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, জায়েয হবে। এমন কোন বস্তুর ক্ষতির আশংকা থাকলে যার মূল্য সাড়ে চার রত্তি রূপার (যার বর্তমান বাজারদর ২২৫ টাকা) সমান, নামায ছেড়ে দেওয়া যায়।-ফাতাওয়া হিন্দিয়া ১/১০৯; রদ্দুল মুহতার ১/৬৫১ ও ২/৫১, ৫২
২। হ্যাঁ, একই।

Loading