প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। প্লেট চেটে খাওয়া সুন্নাত, তো প্লেটে আঙ্গুল লাগিয়ে পরে আঙ্গুল চাটতে হবে? নাকি প্লেট জাগিয়ে জিব্রাহর সাথে লাগিয়ে খেতে হবে? ২। একজন বললো প্লেটে হাত+মুখ ধুয়ে সেই হাত ধোয়া পানি খাওয়া নাকি সুন্নাত? (হাদীসের রেফারেন্সসহ দিলে খুবই উপকৃত হবো) জাযাকাল্লাহু খায়রন

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। প্লেট আঙ্গুল দ্বারা সুন্দর করে পরিষ্কার করে আঙ্গুল চেটে খাবে। সরাসরি প্লেট জিহ্বা দ্বারা চাটবে না।
২। এমনটি কোথাও খুঁজে পাইনি। আর আমার জানা মতে কোন ফকীহ এটাকে সুন্নাত বলেননি।

Loading