প্রশ্ন : ১। সফরে থাকা অবস্থায় নামাযের ওয়াক্ত হলে এবং ওয়াক্ত শেষ হওয়ার আগেই বাড়িতে পৌছলে নামায কসর হবে না পুরো নামায পড়তে হবে? ২। এশার নামাযের শেষ সময় কখন?

উত্তর :

১। পুরো নামায পড়তে হবে।- রদ্দুল মুহতার ২/১২১-১২৩,ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯
২। সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত।–আদ্দুররুল মুখতার ১/৩৬১

Loading