প্রশ্ন : আমি একবার বলছিলাম এই বিষয়ে পাশ করলে মাগরীবের পরে সবসময় দুই রাকাত নফল পড়ব।আলহামদুলিল্লাহ পাশ করছি এবং নফল নামাহ ও পড়ি।১।এই নিয়তে কি আমার নামাজ ওয়াজীব হয়ে গেছে?২।আল্লাহ তা আলা কোনো কিছুই চাপিয়ে দেন না আমি জানি তবুও কেউ ভুলে কোনো কিছুর মান্নত করল কিন্তু সে তা পুরণে অপারগ তখন কি করনীয়।
উত্তর :১+২। হ্যাঁ, প্রতিদিন মাগরিবের পরে উক্ত দুই রাকাআত নফল নামায আপনার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তা কখনো কোন কারনে একান্ত পড়তে না পারলে পরে ক্বাযা করে নেওয়া জরুরী। ক্বাযা ব্যতীত এর আর কোন বিকল্প নেই।
আর এটা তো আল্লাহ তাআলা আপনার উপর চাপিয়ে দেননি বরং আপনি স্বেচ্ছায় (পর্যাপ্ত ইলম না থাকার কারনে) নিজের উপর চাপিয়ে নিয়েছেন।–ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ১২/১০৮