প্রশ্ন : জনাব, আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকে আমার সঞ্চয়ী হিসাব আছে এবং মুনাফার টাকা আমি নিজে খাই না, গরীবদের দান করে দেই। এই ব্যাংকে ব্যাক্তির নামে চলতি হিসাব খোলে না। আলআরাফা ব্যাংক ব্যক্তির নামে চলতি হিসাব খোলে। তাই আমার কি আলআরাফা ব্যাংকে চলতি হিসাব খোলা জরুরী? নাকি যেভাবে চলতেছি এ পদ্ধতি ঠিক আছে। জানালে উপকৃত হবো।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, কোন ব্যাংকে চলতি হিসাব খোলা জরুরী। আর উক্ত সঞ্চয়ী হিসাব ক্লোজ করে দেওয়াও জরুরী।