প্রশ্ন : আসসালামু আলাইকুম, প্রসাব করে ঢিলা কুলুপ ব্যবহার করার সময় এক হাত দিয়ে লজ্জাস্থান এবং অপর হাত দিয়ে টিসু ধরতে হয়, নতুবা কাপড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কোন হাত দিয়ে টিসু ধরবো এবং কোন হাত দিয়ে লজ্জাস্থান ধরবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

এক্ষেত্রে তো দুই হাতের প্রয়োজন হয় না। বাম হাতই যথেষ্ট। তবে একান্তই কখনো দুই হাতের প্রয়োজন হলে ডান হাত দ্বারা ঢিলা কুলুপ ধরবে। ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করবে না।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩১; দরসে তিরমিজী ১/২০৫

 

Loading